Learning English Grammar

Learning English Grammar

Learning English Grammar”  Web Site টির উদ্দেশ্য কী ?

প্রিয় পাঠক,

আসসালামু আলাইকুম Learning English Grammar” এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিশ্ব এগিয়ে চলছে নিরন্তর গতিতে অন্যদিকে বিশ্ববাসীও থেমে নেই জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য এবং আধুনিকতায় অগ্রসরর্ পৃথিবীতে নিজেকে যোগ্যতম প্রতিযোগী হিসেবে প্রতিষ্টিত করার প্রাণান্তকর প্রচেষ্টা সবার মধ্যে আর এই প্রচেষ্টাকে সহজ করেছে English Language কারন বিশ্বের প্রায় সকল দেশ English Language কে যোগাযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে তাই এই প্রতিযোগীতামুলক বিশ্বে Learning English এর গুরুত্ত অপরিসীম আমাদের বাংলাদেশেও ”English” second language হিসেবে ব্যবহৃত হয় আমাদের School, College এবং University গুলোতেও English ভাষা বিদ্যমান রয়েছে উপরোক্ত বিষয় বিবেচনা করেইLearning English Grammar” নিয়ে এসেছে এমন একটি প্লাটফর্ম্ যেখানে English Grammar এবং English Language এর উপর ধারাবাহিকভাবেবিস্তারিত আলোচনা করা হবে এই Site টি শুধু তাদের জন্য যারা এই প্রতিযোগীতামুলক বিশ্বে নিজেকে English Language দক্ষ করে গড়ে তুলতে চাইLearning English Grammar” এমন একটি প্লাটফর্ম্ যার লক্ষ্য হচ্ছে English Language কে সাবলীল, স্বতঃস্ফর্ত্ এবং শৈল্পিক করার কতিপয় গুরুত্বপুর্ণ্ উপাদান সহজ, সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা

Language ( ভাষা ) কী ?

### বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থ্ বোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই ভাষাঅনুমান করা হয়ে থাকে যে বর্তমানে বিশ্বে 7,000 টিরও বেশি ভাষায় কথা বলা হয়যাইহোক, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে এই সংখ্যাটি নির্দিষ্ট নয় এবং ভাষার বিলুপ্তি, নতুন ভাষা বা উপভাষার উত্থান এবং ভাষাগত গবেষণায় অগ্রগতির মতো কারণগুলির কারণে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। এই 7,000  ভাষার মধ্যে English Language একটি  প্রসিদ্ধ ভাষা এবং এই ভাষা টিকেই বিশ্বের প্রায় বেশির ভাগ অন্য ভাষাভাষীর দেশগুলো দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। ফলে এই ভাষাটি আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি লাভ করেছেপৃথিবীর প্রত্যেকটি ভাষা সাবলীল এবং সুশৃঙ্খলভাবে লেখা এবং বলার জন্য Grammar এর প্রয়োজন হয়।তাই প্রত্যেককে Grammar সম্পর্কে জ্ঞান রাখা খুবই প্রয়োজন।

Grammar কি?

###  Grammar হচ্ছে কোন একটি ভাষার সুশৃঙ্খল নিয়ম নীতি যার মাধ্যমে ভাষাকে সাবলীল এবং সুশৃঙ্খলভাবে প্রকাশ করা হয়

###  কোন ভাষা কে সঠিকভাবে লেখাএবং বলার জন্য যে নিয়ম কানন ব্যবহার করা হয় তাই Grammar.

### ব্যাকরণ বলতে নিয়ম এবং কাঠামোর সেট বোঝায় যা একটি নির্দিষ্ট ভাষায় বাক্য, বাক্যাংশ এবং শব্দের গঠনকে নিয়ন্ত্রণ করে। এটি অর্থপূর্ণ যোগাযোগ গঠনের জন্য শব্দগুলিকে সংগঠিত এবং একত্রিত করার উপায়কে অন্তর্ভুক্ত করে। 

### যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক্ নির্ণ্য় ও প্রয়োগবিধি বিশদ ভাবে আলোচনা হয়ে, তাকে ব্যাকরণ বলে।

Grammar এর আলোচ্য বিষয় :

1.     * Sound

2.      * Word

3.    * Sentence

4.     * Meaning

Grammar এর অংশসমূহ :

1.     Parts of speech and its classification

2.     Words from one Part of Speech to Others

3.     Suffix and Prefix

4.     Tense

5.     Sentences and Functions of Sentence

6.     Preposition and Appropriate Preposition

7.     Voice

8.     Conjunction of Verb

9.     Clause

10.  Article and Determiners

11.  Narration

12.  Transformation of Sentences

13.  Connectors

14.  Structural and Non-Structural Words.

15.  Formation of words/ Antonyms

16.  Group Verbs/ Phrasal Verbs

17.  Idioms

18.  Subject-Verb Agreement/ Syntax

19.  Reading Skill

20.  Writing Skill

21.  Speaking Skill

22.  Listening Skill

 English Grammar কী ?

যে শাস্ত্রে English Language এর বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্কে সুষ্ঠ প্রয়োগবিধি আলোচিত হয়, তাই English Grammar.

ইংরেজি ব্যাকরণ বলতে নিয়ম এবং কাঠামোর সেট বোঝায় যা ইংরেজি ভাষায় বাক্য গঠনের পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন উপাদানকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে:

     Parts of Speech:

·       Nouns: names of people, places, things, or ideas (e.g., dog, New York, love).

·       Pronouns: words that replace nouns (e.g., he, she, it).

·       Verbs: action words or states of being (e.g., run, is).

·       Adjectives: words that describe or modify nouns (e.g., tall, beautiful).

·       Adverbs: words that describe or modify verbs, adjectives, or other adverbs (e.g., quickly, very).

·       Conjunctions: words that connect words, phrases, or clauses (e.g., and, but, or).

·       Prepositions: words that show the relationship between a noun or pronoun and other words in a sentence (e.g., in, on, under).

·       Interjections: words or phrases used to express strong emotions (e.g., oh, wow).

    Sentence Structure:

·       Sentences can be simple, compound, complex, or compound-complex.

·       Simple sentences have one independent clause.

·       Compound sentences have two or more independent clauses joined by a conjunction.

·       Complex sentences have one independent clause and one or more dependent clauses.

·       Compound-complex sentences have two or more independent clauses and one or more dependent clauses.

  Subject-Verb Agreement:

·       The subject of a sentence must agree in number (singular or plural) with the verb (e.g., "She runs" vs. "They run").

 Tenses:

·       English has various tenses to indicate the time of an action (e.g., present, past, future, present perfect).

 Modifiers:

·       These include adjectives and adverbs that provide additional information about nouns and verbs.

 Punctuation:

·       This includes the use of periods, commas, question marks, exclamation marks, colons, semicolons, etc., to convey meaning and indicate sentence structure.

Articles:

·       "A" and "an" are indefinite articles, while "the" is the definite article.

Active and Passive Voice:

·       In active voice, the subject performs the action (e.g., "The cat chased the mouse"). In passive voice, the subject receives the action (e.g., "The mouse was chased by the cat").

Direct and Indirect Objects:

·       A direct object receives the action of the verb, while an indirect object receives the direct object.

Conditional Sentences:

·       These are sentences that express hypothetical situations, using "if" clauses.

আমাদের কার্য্ক্রম সমুহ :

·        Grammar এর বিষয়গুলো বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে

·       Grammar অনুশিলনের জন্য অনুশিলন সীট।

·       প্রত্যেক Grammar option এর জন্য Questions Paper এবং answer এর ব্যবস্থা ।

·       বিভিন্ন School, College, Admission test এ আসা Grammar Option এর সমাধান  

·       বিভিন্ন Job Questions গুলোতে আসা Grammar Option এর সমাধান 

শেষ কথা :

সম্মানিত পাঠকবৃন্দ, পরিশেষে বলতে চাই Learning English Grammar” সবার জন্য উন্মুক্ত একটি প্লাটফর্ম্ এবং এই প্লাটফর্ম্ থেকে আপনি উপকৃত হবেন বলে আসা রাখছি ধন্যবাদ সবাকে

Post a Comment (0)
Previous Post Next Post