Parts of Speech

Parts of speech

চলুন পড়ি আর মেধার বিকাশ ঘটায়

Let’s start to read and develop our talent

Parts of speech  কী ?

Grammar এর বহুল আলোচিত বিষয়ের মধ্যেসবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে Parts of speech. কেননা Parts of speech থেকেই অন্যান্য Grammar অংশের উৎপত্তি Parts of speech এর মধ্যেই ইংরেজি ভাষা লেখা বলার উপাদানগুলো নিহিত রয়েছে্ তাই Parts of speech উপর যদি আমরা পরিপূর্ণ্  ধারণা রাখতে পারি তাহলে ইংরেজি ভাষা বলা লেখায় এবং Grammar এর অন্যান্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে তাই এখনে Parts of speech গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Let’s start to talk about………

### বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে Parts of speech  বলে

       ( The different kinds of words are called Parts of speech.)

### বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে  Parts ofspeech  বলে

    ( Words are divided into different kinds or classes, called Parts of speech , according to their use; that is, according to the work they do in the sentence.)

 

প্রকৃতপক্ষে  Word গুলি  Sentence বা Speech এর অংশ; সেজন্য এগুলিকে  Parts of speech  বলে

There are 8 kinds of Parts of speech:

1.    Noun

2.    Pronoun

3.    Adjective

4.    Verb

5.    Adverb

6.    Preposition

7.    Conjunction

8.    Interjection 

Noun

Parts of speech এর উপাদানগুলোর মধ্যে Noun হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটা উপাদান কারণ আমাদের কথাবলা লেখায় Noun সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে তাই Noun এর উপর আমাদের পরিপূর্ণ্ ধারণা থাকা আবশ্যক

চলুন Noun সম্পর্কে জানা যাক….

### Noun সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

(What the most important information should we know about Noun?)

উত্তরটা একদম সহজ যদি আমরা  Noun কে বিশেষভাবে পর্য্বেক্ষণ করি তাহলে নিচের point গুলো খোজে পাওয়া যায়

1.      Noun এরসঙ্গা (The definition of Noun )

2.      Noun এর অংশসমূহ অর্থ্ৎ Noun কয়টা অংশে বিভক্ত (The parts of Noun)

3.      প্রতেকটা অংশসমূহের ধারাবাহিক আলোচনা

4.      Noun এর প্রকারভেদ এবং আলোচনা (The classification of Noun and discussion)

5.      Noun এর symbols বা suffix  গুলো জানা যেগুলোর মাধ্যমে খুব সহজে কোন বাক্য থেকে Noun গুলো সনাক্ত করা যায়(To know the symbols or suffix of  Noun by which we’ll identify any Noun easily from a sentence).

6.      একটা বাক্যে Noun এর অবস্থান এবং এর ব্যবহার (The position of Noun and use of Noun in a sentence)

Noun এরসঙ্গা (The definition of Noun) :

### কোন ব্যক্তি বা বস্তুর নামকে Noun বলে

       ( A Noun is a word used for naming some person or thing.)

 

কিন্তু Noun শুধু ব্যক্তি বা বস্তু নাম নয়, স্থানের নামও হতে পারে তাই আমরা বলতে পারি যে, কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে Noun বলে

 (A Noun is a word used as the name of a person, place or thing.

 

কিন্তু Noun শুধু ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নয়, দোষ-গুণ-অবস্থাবাচক নামও হতে পারে তাই বিষয়টিকে জটিল না করে আমরা Noun এর সংজ্ঞা খুব সহজেই দিতে পারি এইভাবে-

### Noun, কথাটির অর্থ্ হলো নাম সেজন্য যে কোন নামবাচক পদকে Noun বলে

        Example :

Shahab is a brilliant boy. _ Proper Noun (ব্যক্তির নাম )

            The cow gives us milk. _ common Noun ( জাতিবাচক নাম )

          John is the best boy in the class. Collective Noun (সমষ্টিবাচক নাম)

          Gold is a Valuable metal.  Material Noun. ( বস্তুবাচক নাম )

          Honesty is the best policy. Abstract Noun. (গুণবাচক নাম)

 

### Noun এর উপরোক্ত বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Noun এর অধ্যায়ে

Pronoun

### Pronoun সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

1.     Pronoun কি ?

2.     Pronoun কত প্রকার কি কি?

3.     বাক্যে Pronoun এর ব্যবহার

 

Pronoun কি ?

### Noun এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে

            ( A Pronoun is a word used instead of a noun.)

Pro = পরিবর্তে ,  Noun = বিশেষ্য ;তাই Noun এর পরিবর্তে যে word বসে তাকে Pronoun বলে

 Pronoun কেন ব্যবহার করা হয়ে থাকে ?

একই Noun বারবার ব্যবহার করলে শ্রুতিকটু হয় তাই একই Noun বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য Noun এর পরিবর্তে Pronoun ব্যবহার করা হয়

 এখন Pronoun এর ব্যবহার লক্ষ্য করা যাক

            Noun                                   Pronoun

Ram is a boy. (Noun)                    Ram is a boy. (Noun)

Ram is going to school.                He is going to school. (Pronoun)

 Ram is an intelligent boy.              He is an intelligent boy. (Pronoun)

### Pronoun সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Pronoun এর অধ্যায়ে

Adjective

### Adjective সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

1.    Adjective কি ?

2.      Adjective এর প্রকারভেদ এবং আলোচনা (The classification of Adjective and discussion)

3.      Adjective এর symbols বা suffix  গুলো জানা যেগুলোর মাধ্যমে খুব সহজে কোন বাক্য থেকে Adjective গুলো সনাক্ত করা যায়(To know the symbols or suffix of  Adjective by which we’ll identify any Adjective easily from a sentence).

4.      একটা বাক্যে Adjective এর অবস্থান এবং এর ব্যবহার (The position of Adjective and use of Adjective in a sentence)

 

Adjective কি ?

### বাক্যে যে Word দ্বারা  Noun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা,পরিমাপ বুঝায় তাকে Adjective বলে

Adjective শুধু Noun এর নয়, Pronoun এরও হতে পারে প্রকৃতপক্ষে Noun বা Pronoun কে Qualify করতে অথবা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয়, তাকে Adjective বলে

“ An Adjective qualifies a Noun or a Pronoun”

Example :

1)     Amal is a good boy.   2) Bimal is very clever . 3) He is a Bangladeshi.

 4) Lazy students fail in the examination. 5) Lila plucked a red rose.

### Adjective সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Adjective এর অধ্যায়ে

Verb

### verb সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

1.      Verb কি ? ( What is verb)

2.     Verb কত প্রকার কি কি? ( Classification of Verb)

3.     Verb এর symbol অর্থাৎ verb এর suffix and prefix.

4.     Verb এর সাথে বাক্যের অন্য Word এর সম্পর্ক্ এবং বাক্যে Verb এর ব্যবহার

Verb কি ? Verb কাকে বলে ?

যে Word কোন ব্যক্তি, বস্তু বা স্থান সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে Verb বলে

( A verb is a word used to say something about some person, place or thing.)

যে Word এর দ্বারা হওয়া, থাকা বা কোন কিছু করা বোঝায়, তাকে Verb বলে

(A verb is a word that denotes ‘being’, ‘having’ or ‘doing’ or an action in any form.)

প্রকৃতপক্ষে Verb বা ক্রিয়া চার রকমের

1.     ‘Being’ verb : The man is honest.

2.     ‘Having’ verb : I have a sharp knife.

3.     ‘Doing’ verb :  The boy kicks the football.

4.     An action in any form : The moon looks bright.

### Verb সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Verb এর অধ্যায়ে

Adverb

### Adverb সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

1.    Adverb কি ?

2.      Adverb এর প্রকারভেদ এবং আলোচনা (The classification of Adverb and discussion)

3.      Adverb এর symbols বা suffix  গুলো জানা যেগুলোর মাধ্যমে খুব সহজে কোন বাক্য থেকে Adverb গুলো সনাক্ত করা যায়(To know the symbols or suffix of  Adverb by which we’ll identify any Adverb easily from a sentence).

4.      একটা বাক্যে Adverb এর অবস্থান এবং এর ব্যবহার (The position of Adverb and use of Adverb in a sentence)

Adverb কাজ কী ? Adverb কাকে বলে ?

Noun বা Pronoun ছাড়া অন্য যে কোন কিছুকে  Adverb বিশেষিত করে

(An Adverb qualifies anything except a Noun or Pronoun)

যে Word verb, Adjective বা অন্যকোন Adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ্ পরিস্ফুটনের জন্য ব্যবহৃত হয়, তাকে Adverb বলে

( an Adverb is a word used  to add something to the meaning of a verb, an adjective or another adverb. )

An adverb to denote time, place, manner etc. :

Time : now, then, soon, early etc.

Place : here, there, far, near etc.

Number : once, twice, thrice, again, always etc.

Manner : slowly, quickly, surely, probably etc.

Degree : very, much, partly, wholly etc.

Reason : as, so, because etc.

Purpose : that, so that etc.

Condition : if, unless etc.

Contrast : though, although etc.

### Adverb সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Adverb এর অধ্যায়ে

Preposition

### Preposition সম্পর্কে আমাদের কোন গুরুত্তপূর্ণ্ তথ্যগুলো বেশি জানা প্রয়োজন ?

1.      Preposition কী ?

2.      Preposition এর কাজ কী ?

3.      Preposition এর প্রকারভেদ।

4.      বাক্যে Preposition এর অবস্থান।

Preposition কী ?

### Preposition হল সেই শব্দ যা Noun বা Noun জাতীয় শব্দের পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্য কিছুর (অন্য Word এর) সম্পর্ক্ দেখিয়ে দেয়।

( A preposition is a word placed before a noun or noun- equivalent to show in what relation the person or thing denoted thereby stands to something else.)

### Preposition হল সেই শব্দ যা Noun বা Pronoun এর সঙ্গে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যে অন্য কিছুর সম্পর্ক্ প্রকাশ করে।

আরো একটু সহজে বলা যায়ঃ

Preposition Noun বা Pronoun এর পূর্বে ব্যবহৃত হয়ে সেই Noun বা Pronoun এর সঙ্গে বাক্যের অন্য Word এর সম্পর্ক্ বুঝিয়ে দেয়। Pre = পূর্বে, Position = অবস্থান, অর্থাৎ এই Word-এর অবস্থান noun বা pronoun –এর পূর্বে।

( A preposition is a word that is placed before a noun or a pronoun to show the relation of that noun or pronoun with any other word of the sentence. )

Example :

1.      The book is on the table. 2. The man is under the tree.

3. The fish is in the pond.     4. The bird flew over our head.

 

### preposition সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of preposition এর অধ্যায়ে

Interjection

#### মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যে মধ্যে যে শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়, তাকে Interjection বলে।

( An Interjection is a word or sound thrown into a sentence to express some feeling of the mind.)

### যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।

Conjunction

### Conjunction সম্পর্কে আমাদের যা জানা প্রয়োজন ?

1.      Conjunction কী ?

2.      Conjunction এর কাজ কী ?

3.      Conjunction এর প্রকারভেদ।

4.      বাক্যে Conjunction এর ব্যবহার।

 Conjunction কী ?

### যে শব্দ একটি শব্দের সঙ্গে আর একটি শব্দের অথবা একটি বাক্যের সঙ্গে আর একটি বাক্যকে সংযুক্ত করে, তাকে বলে Conjunction.

( ‍A Conjunction is a word for joining one word to another word, or one sentence to another sentence.)

### Conjunction হলো সেই শব্দ যা একাধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।

( A Conjunction is a word used to join words or sentences. )

‘con’ মানে ‘একত্র’ এবং  ‘junction’  মানে ‘সংযোগ’। সুতরাং Conjunction- এর অর্থ্ হলো একত্র সংযোগ।

### Conjunction সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে Classification of Conjunction  এর অধ্যায়ে

Post a Comment (0)
Previous Post Next Post